সারা বাংলা

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কার-চালক মোহাম্মদ উল্লাহ (৩৮) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন জন। সংঘর্ষে বাস ও প্রাইভেট কারে আগুন লেগে যায়। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক মোহাম্মদ উল্লাহ নিহত হন। এ সময় প্রাইভেট কারে থাকা তিন সহোদর ফাহিম (২০), ফাহাদ (১৮) ও ইফাদ (১৬) আহত হয়।

তিনি আরও বলেন, সংঘর্ষের পর বাস ও প্রাইভেট কারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে বাস ও প্রাইভেট কারটি পুড়ে যায়।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।