বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের সমর্থন জানিয়ে মুন্সীগঞ্জে লিফলেট বিতরণ করেছে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে শহরের সদর হাসপাতাল এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গাড়িচালক, যাত্রী, পথচারী ও স্থানীয় জনসাধারণের হাতে বিভিন্ন আহ্বান সম্বলিত লিফলেট তুলে দেন।
বিতরণকৃত লিফলেটে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন, ভোট কাজে নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্বপালন থেকে বিরত থাকা, সরকারকে কর না দেওয়া, ব্যাংকে লেনদেন না করা, বিএনপি নেতাকর্মীদের মামলায় হাজিরা না দেওয়াসহ বিভিন্ন আহ্বান জানানো হয়।
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। দলটি আসন্ন ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটারদের বর্জনের আহ্বান জানিয়েছে। বিএনপি এই নির্বাচনে অংশ নেয়নি।
মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মাহবুব আলম স্বপনের নেতৃত্বে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, শহর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলাশ মাহমুদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।