সারা বাংলা

চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারের চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর হারবাং কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উত্তর হারবাং এলাকার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, পূর্ব সামাজিক পাড়ার রশিদ আহমদের ছেলে বক্কর, একই এলাকার মোজাফফরের ছেলে মহিউদ্দিন ও বাদশার ছেলে জয়নাল।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গাজীপুর থেকে ছেড়ে আসা একটি পিকনিক বাসের সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রাম অভিমুখী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপ উল্টে চার শ্রমিক নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।