সারা বাংলা

পড়ে যাওয়া বল দেখতে গিযে পা পিছলে ৬ তলা থেকে নিচে, শিশুর মৃত্যু 

ফেনী শহরের একটি সাত তলা ভবনের ৬ তলার বারান্দা থেকে নিচে পড়ে সায়ান সাইফুল (৫) নামে এক শিশু প্রাণ হারিয়েছে। 

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে শহরের পূর্ব উকিল পাড়া মুন্সি পুকুর পাড় এলাকার করিম উল্যাহ আজাদ ভবন থেকে পড়ে শিশুটির মৃত্যু ঘটে। 

নিহত সায়ান ওই ভবনের ৬ তলার ভাড়াটিয়া সাইফুল ইসলামের ছেলে। তাদের পৈত্রিক বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিসপুর গ্রামে। সায়ানের বাবা ফেনী শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে সায়ান ওই ভবনের ৬ তলায় বারান্দায় বল খেলছিলো। হঠাৎ বল নিচে পড়ে গেলে তা দেখতে বারান্দার ইমার্জেন্সি এক্সিট গেইট খুলতেই সায়ান পা পিছলে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহত শিশুর বাবা স্কুলশিক্ষক সাইফুল ইসলাম শামীম জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। 

তিনি জানান, জানালার ইমার্জেন্সি এক্সিট গেইট সব সময় তালাবদ্ধ থাকে। কিন্তু আজ অজ্ঞতাবশত গেইটটি খোলা ছিলো। গেইটটি খুলতেই সে নিচে পড়ে যায়। 

স্থানীয় কাউন্সিলর আশ্রাফুল আলম গিটার বলেন, বল দেখতে ইমার্জেন্সি এক্সিট গেইট খুলতেই শিশু সায়ান নিচে পড়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সাইফুল ইসলামের দুই ছেলে-মেয়ের মধ্যে সায়ান বড় সন্তান। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, শিশুটির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।