সারা বাংলা

নড়াইলে স্টিকার ব্যবহার করায় মাশরাফির ৪ সমর্থককে জরিমানা

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন-মোর্ত্তজার সমর্থকদের মোটরসাইকেলে নৌকা প্রতীকের স্টিকার ব্যবহার করায় ৪ সমর্থককে ৫,২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।   

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে শহরের হাতির বাগান এলাকায় ম্যাজিস্ট্রেট মো.আনিসুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।

আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনি আচারণবিধি লঙ্ঘনের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। বুধবার রাতে শহরের হাতির বাগানে অভিযানকালে মোটরসাইকেলে পোস্টার ও লিফলেট লাগানোর অপরাধে জাহিদুর রহমান নামে এক ব্যক্তিকে ২০০০ টাকা জরিমানা করা হয়। একই সময় আরও তিনজনকে ৩,২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাচনি দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আনিসুর রহমান বলেন, যানবাহনে স্টিকার লাগানো ব্যক্তিদের জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। 

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, নিয়মিত পর্যবেক্ষণে আচরণবিধি লঙ্ঘন ধরা পড়ায় প্রার্র্থীদের জরিমানা করা হয়েছে। নির্বাচনি কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত এ পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।