ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের এ কে আজাদের পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন তার স্ত্রী শায়মা আজাদ শাম্মী। তিনি ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সন্ত্রাসমুক্ত ফরিদপুর গড়তে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসমুক্ত ফরিদপুরের জন্য একমাত্র প্রতীক ঈগল।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মহিলা ইউপি সদস্য নিশি সুলতানার বাড়িতে উঠান বৈঠক মিসেস আজাদ এ কথা বলেন।
শায়মা আজাদ শাম্মী বলেন, ‘এ কে আজাদ যেখানে আছে, সেখানে সন্ত্রাস থাকে না। আমরা শান্তিতে বসবাস করতে চাই। সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে ঈগল প্রতীকে ৭ তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ফরিদপুরে আমরা সন্ত্রাসী নেতৃত্ব দিতে দেবো না। আমরা সব সময় শান্তি চাই। ফরিদপুরের উন্নয়ন চাই, বেকারদের কর্মসংস্থান চাই। ফরিদপুরকে অর্থনীতিতে সমৃদ্ধ নগরী গড়ে তুলতে চাই।’ একে আজাদ শিল্পপ্রতিষ্ঠান হামীম গ্রুপের কর্ণধর ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা।
এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, ঈগল প্রতীকের নির্বাচন সমন্বয়কারী সোয়েবুল ইসলাম সোয়েব, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় শায়মা আজাদ শাম্মীর ছোট বোন শায়লা ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।