কুমিল্লার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গড়ে তোলা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অফিস। কুমিল্লা-৪ আসনের নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এর নির্বাচনি প্রচারণায় এই অফিস করা হয়েছে৷
স্থানীয়দের বরাতে জানা গেছে, দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ১৩৩নং পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে অফিস নির্মাণ করেন নৌকার সমর্থক ও বিদ্যালয় সভাপতি রেজাউল করিম রাজিব। অফিসটি উদ্বোধন করেন রাজী মোহাম্মদ ফখরুল সমর্থক ধামতী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নৌকার অফিস নির্মাণে ব্যাপক সমালোচনার তৈরি হয় স্থানীয়দের মাঝে। মাঠ জুড়ে নির্বাচনি অফিস উদ্বোধন করায় শিশু শিক্ষার্থীদের নতুন বই উৎসবসহ পাঠ্যক্রমে বাধার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়রা বলছেন, সরকারি মাঠ দখল করে নির্বাচনি অফিস স্থাপন বেআইনি৷ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিতে ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি'৷’