‘গত ১৫ বছরে যদি একটা টাকা চুরি ও ঘুষ খেয়ে থাকি,তাহলে কান কেটে আপনাদের দিয়ে দেব।’ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে নৌকার প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমন মন্তব্য করেছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, গত ১৫ বছরে অনিয়ম, দুর্নীতি, টেন্ডারবাজি, ঘুষবাণিজ্য, নিয়োগ বাণিজ্য করিনি। জাতির ও এলাকার স্বার্থে আমি আপনাদের সঙ্গে আছি। শেখ হাসিনা ইনুকে নৌকা মার্কা দিয়েছে। আওয়ামী লীগ দলগতভাবে নৌকার সমর্থন দিয়েছে।
মালিহাদ ইউনিয়ন নৌকা প্রতীকের নির্বাচনি সমন্বয়ক আনোয়ারুল ইসলাম মালিথার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলীয় জোট মনোনীত জাসদ সভাপতি হাসানুল হক ইনু আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হলেই এলাকার উন্নয়ন সম্ভব।
এসময় বিশেষ অতিথি ছিলেন মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হক রবি, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাহার আলী, রুহুল আলম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মতিন লোটাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলিমুজ্জামান রাজু, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আহম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি জমির উদ্দিন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাহাতুজ্জামান রাহাত, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, সাবেক ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহন লাল জোয়ার্দ্দার, জেলা যুবলীগের অন্যতম নেতা রিয়াজতুল্লাহ মালিথা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, সোহাগ আহমেদ, পৌর যুবলীগের আহ্বায়ক হাসানুর রহমান খান তাপস, মিরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর খোয়াব আলী প্রমুখ।