সারা বাংলা

বগুড়ায় জামায়াত নেতা গ্রেপ্তার

বগুড়ায় গাবতলীতে নাশকতার মামলায় আব্দুল মজিদ নামের এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার আব্দুল মজিদ উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের সাগাটিয়া দক্ষিণপাড়া এলাকা বাসিন্দা এবং  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

শনিবার (৩০ ডিসেম্বর) গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দুপুরে উপজেলার নাড়ুয়ামালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।    ওসি বলেন, গতকাল বিকাল ৩টায় নাড়ুয়ামালা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়। কিছুদিন আগে গাবতলী তিনমাথা মোড়ে মিছিল থেকে পুলিশের ‍উপর ককটেল নিক্ষেপ করা হয়, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।