দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাঙামাটি নগর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ও রাঙামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিনকে বহিষ্কার করেছে বিএনপি।
শনিবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে মো. হেলাল উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।
রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতে রাঙামাটির রিজার্ভ বাজারের শুটকি পটকি এলাকায় আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদারের উপস্থিতিতে নির্বাচনি উঠান বৈঠকে উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন। এজন্য কেন্দ্রীয় বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তকে বহিষ্কার করেছে।
এ বিষয়ে হেলাল উদ্দিন বলেন, বহিষ্কারের চিঠি আমি এখনো পাইনি। কি জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে তা আমি এখনো জানি না।