সারা বাংলা

দিনাজপুরে ফসলের মাঠে হলুদের ঢেউ 

সরিষা চাষে মনোযোগী হয়ে উঠেছেন দিনাজপুরের কৃষক। এ জেলায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। ফসলের মাঠে যেনো বয়ে যাচ্ছে হলুদের ঢেউ। 

জেলার ১৩টি উপজেলায় এ মৌসুমে ২৭ হাজার ৩৬৯ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর দিনাজপুরে লক্ষ্যমাত্রা ছিলো ২৭ হাজার ১৯৭ হেক্টর জমি। গতবার ২২ হাজার ৭৪ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিলো।

জেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়- বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ বয়ে যাচ্ছে। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে। বর্তমানে কৃষকরা মাঠ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। 

হিলির চণ্ডিপুর গ্রামের সরিষা চাষি রমেন বসাক বলেন, দেশে ভোজ্য তেলের দাম বেড়েই চলছে, তাই তেলের চাহিদা মেটাতে আমি সরিষার চাষ করছি। গত বছর ৩ বিঘা সরিষা চাষ করেছিলাম। কিন্তু এবার সাড়ে ৪ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি।

উপজেলার জালালপুর গ্রামের বলেন, প্রতি বছর আমি এক বিঘা জমিতে সরিষা চাষ করি। এ বছর দুই বিঘা জমিতে সরিষার চাষ করেছি। সরিষার ফলন অনেক ভাল হয়েছে। আশা করছি দামও ভাল পাবো।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, চলতি আমন মৌসুমে উপজেলায় ৩ হাজার ৩৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। যার লক্ষ্যমাত্রা ছিলো ২ হাজার ৯৫৫ হেক্টর। গত বছর এই উপজেলায় সরিষার চাষ হয়েছিলো ১৪০০ হেক্টর জমিতে। এ বছর আমরা উপজেলায় মোট ৩২০০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রদান করেছি।

দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান বলেন, জেলায় ২৭ হাজার ১৬৯ হেক্টর জমিতে সরিষার চাষের লক্ষ্যমাত্রা ছিলো। এর মধ্যে লক্ষ্যমাত্রা পেরিয়ে ২৭ হাজার ৩৬৯ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।