রাস্তা আটকে প্যান্ডেল করায় দ্বাদশ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজার এক সমর্থককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের রূপগঞ্জ বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
আদালত সূত্রে জানা গেছে, মাশরাফির নির্বাচনি সমাবেশ উপলক্ষে শহরের রূপগঞ্জ বাজারের স্বর্ণপট্টিতে প্যান্ডেল করেন রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সদস্যরা। রাস্তা আটকে রাজনৈতিক সমাবেশের প্যান্ডেল করায় মাশরাফির এক সমর্থককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক সমর্থককে জরিমানা করা হয়েছে। এছাড়া, প্যান্ডেলসহ যাবতীয় প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, নিয়মিত পর্যবেক্ষণে আচরণবিধি লঙ্ঘন ধরা পড়ায় এক সমর্থককে জরিমানা করা হয়েছে। নির্বাচনি কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত এই পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।