ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পের আহ্বায়ক মো. শহিদ উন নবী বলেন, সকালে আবহাওয়া বেশ কুয়াশাচ্ছন্ন ছিল। সাড়ে ৭টার দিকে খবর পাই, আমাদের সেন্টারে কে বা কারা আগুন দিয়েছে। দ্রুত ঘটনাস্থলে যায় এবং থানায় খবর দেই।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে আসার আগেই প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলে। এতে বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায় আমাদের ক্যাম্প ও আশপাশের ঘরবাড়ি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।