সারা বাংলা

কুমিল্লায় ওয়ার্ড আ.লীগ নেতা ও শিশু হত্যায় গ্রেপ্তার ৩

কুমিল্লায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও ৭ বছরের শিশু হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

রোববার (৩১ ডিসেম্বর) কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। 

গ্রেপ্তারকৃতরা হলেন-তিতাস উপজেলার খোশকান্দি গ্রামের মো. নাজিম উদ্দীন, রুমন ব্যাপারী ওরপে সুমন ও বিল্লাল পাঠান। এরা সবাই এজাহারনামীয় আসামি।

মোস্তফা কামাল কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।  

জেলা পুলিশ সুপার বলেন, কুমিল্লায় ডাকাতির টাকা পয়সা ভাগাভাগিকে কেন্দ্র করে গত ১৮ ডিসেম্বর মোস্তফা কামাল খুন হন। ওইদিন দুপুরে মোস্তফা কামাল তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামের হোরন মিয়ার চায়ের দোকানের সামনে তাস খেলতেছিলেন। 

এছাড়া গত ১৬ আগস্ট তিতাসে সায়মন নামে ৭ বছরের আরেকটি শিশু খুন হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ সুপার বলেন, তাদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি গ্রহণের মামলা আছে। আসামি সাইদুলের নামে ৬ টি, রুমন বেপারী সুমনের নামে ১০টি, মাইন উদ্দীনের নামে ৯টি ও নিহত মোস্তফা কামালের নামে ৭টি চুরি ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি গ্রহণের মোট ৬টি মামলা আছে।