সারা বাংলা

আ.লীগ কখনো ইশতেহার অপূর্ণ রাখেনি: পরশ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‌‘আওয়ামী লীগ কখনো কোনো ইশতেহার অপূর্ণ রাখেনি। ভবিষ্যতেও অপূর্ণ রাখবে না। যুদ্ধাপরাধীদের বিচারের মতো কঠিন ইশতেহার পূরণ করে আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে।’

রোববার (৩১ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে নৌকার প্রার্থী বেনজির আহমদের পক্ষে নির্বাচনি পথসভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। ধামরাই পৌর ঈদগাহ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা। 

তারেক রহমানকে উদ্দেশ্য করে যুবলীগের চেয়ারম্যান বলেন, বিদেশে বসে অসহযোগ আন্দোলন করা যায় না। তাই দেশে এসে আন্দোলন করুন।

বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, বাংলাদেশে আপনারা নির্বাচন করলেন না। আপনারা পাকিস্তান গিয়ে নির্বাচন করুন। এ দেশের মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে জামায়াতের মতো আপনাদেরও রাজনীতি নিষিদ্ধ করা হবে।

সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ চৌধুরী রাসেল, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান মিজান প্রমুখ।