সারা বাংলা

কুড়িগ্রামে তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস

কুড়িগ্রামে শীতের প্রকোপ বেড়েছে। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ।

রোববার (১ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২. ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা আরও কমতে থাকবে বলে জানিয়েছে কুড়িগ্রামের আবহাওয়া অফিস।

ঘন কুয়াশা আর কনকনে শীতের কারণে সময় মতো কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষেরা। গরম কাপড়ের অভাবে শীতকষ্টে ভুগছেন চরাঞ্চলের মানুষজন।

স্থানীয় রিকশা চালক আবেদ আলী জানান, গত রাত থেকে খুবই ঠান্ডা পড়ছে। রিকশা চালানো মুশকিল হয়ে পড়েছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এ জেলার তাপমাত্রা আগামীতে আরও কমে যেতে পারে।