সারা বাংলা

গোপালগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে লিফলেট বিতরণ, গণসংযোগ এবং মিছিল করেছে বিএনপি।

সোমবার (১ জানুয়ারি) সকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে মুকসুদপুর ও কাশিয়ানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন দলটির নেতার্মীরা। পরে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে মুকসুদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আ. সালাম খান, সদস্য সচিব তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভা বিএনপির সদস্য সচিব টুলটু বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন মিয়া, বিএনপি নেতা মুন্নু মুন্সী, বিল্টু খান, ওহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা যুবদলের আহ্বায়ব মশিউর রহমান মিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, মিঠু লস্কর, পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিপ্লব মিয়া, সদস্য সচিব কাইউম মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম নির্বাচন বাতিলের দাবী জানিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান।