সারা বাংলা

দিনাজপুরে তাপমাত্রা ১০.০ ডিগ্রি সেলসিয়াস 

নতুন বছরের শুরু থেকেই দিনাজপুরে জেঁকে বসেছে শীত আর ঘন কুয়াশা, জনজীবন বিপর্যস্ত। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। 

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা রেকর্ড হয়েছে ৯৫ শতাংশ।

আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

তিনি বলেন, আজ সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ।

তিনি আরও জানান, গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৭ শতাংশ।