সারা বাংলা

কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য আটক

ঢাকার কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাস্টার ইলিয়াস, শাহিন, সোহেল, বাবলু, আসাদ, দীপু, মকবুল, রাশেদুল, ওহাব, সামাদ।

ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, শীতের তীব্রতা ও কুয়াশা বাড়ার সঙ্গে সঙ্গে গত কয়েক সপ্তাহে দুর্ধর্ষ একদল ডাকাত কেরাণীগঞ্জ মডেল থানার বলসুতা ও অগ্রখোলা এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের বিভিন্ন নির্জন এলাকায় অবস্থিত কয়েকটি বাড়িতে সিরিজ ডাকাতি করে আসছিলো। সশস্ত্র এই ডাকাতদল গভীর রাতে বাড়ির গ্রিল কেটে ঢুকে পড়ে এবং দেশীয় অস্ত্রের মুখে উক্ত বাড়ীর সকলকে জিম্মি করে ফেলে। বাড়ির সদস্যদের হাত-পা, চোখ-মুখ বেঁধে ফেলে। তারপর ডাকাতদলের অন্য সদস্যরা মুহূর্তের মধ্যে বাড়ির আলমারি, শো-কেজসহ সবকিছু ভেঙে তছনছ করে মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকা ও দামি কাপড়-চোপড় এমনকি টেলিভিশন পর্যন্ত খুলে নিয়ে যায়। ডাকাতরা বাড়ির সবার মোবাইল কেড়ে নিয়ে চলে যাবার সময় বাইরে ফেলে দিয়ে যায়। কয়েকটি ডাকাতির ঘটনায় ডাকাতদল ডাকাতি করে ফেরার সময় স্থানীয় কারো বাধার সম্মুখীন হলে একের পর এক ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। দুর্ধর্ষ এইসব ডাকাতিতে নেতৃত্ব দেয় ডাকাত দলের সর্দার। যাকে ডাকাত দলের সদস্যরা 'মাস্টার' বলে সম্মোধন করে। পলাতক ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারসহ তাদের দখলে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।