সারা বাংলা

কনকনে শীতে কাঁপছে কুড়িগ্রাম

উত্তরের জেলা কুড়িগ্রামে আবারও বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষজন। বুধবার (৩ জানুয়ারি) সকাল ৮টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রাম সদরের ব্রহ্মপুত্রের অববাহিকার যাত্রাপুর চরের বাসিন্দা রহমত আলী বলেন, নদীর পাড়ে বাড়ি। গত তিনদিন ধরে কুয়াশার সঙ্গে কনকনে ঠাণ্ডা বাতাস বইছে। ছোট বাচ্চাদের নিয়ে খুব বিপদে আছি।

বেলগছা ইউনিয়নের রফিকুল বলেন, গতকাল থেকে খুবই ঠাণ্ডা পড়ছে। রিকসা চালিয়ে সংসার চালাই, কিন্তু বের হওয়া যাচ্ছে না। ভাড়াও পাওয়া যাচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে পরিবার ও এনজিওর কিস্তি নিয়ে সমস্যায় পড়ে যাব।

দিনমজুর মজিবর এই প্রতিবেদককে বলেন, অনেক ঠাণ্ডা পড়ছে। কাজে বের হতে পারছি না। গরম কাপড়ও নাই। ঠাণ্ডায় ঘর থেকে বের হওয়া যাচ্ছে না।

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র বলেন, গত তিনদিন ধরে জেলার তাপমাত্রা নিম্নগামী। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এ অবস্থা আরও কয়েকদিন চলতে পারে।