সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে বৃষ্টি খাতুন (১২) নামের এক শিশু আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামে ঘটনাটি ঘটে। আহত বৃষ্টি একই গ্রামের আকুমুদ্দিন ওরফে আকুর মেয়ে। 

স্থানীয়রা জানান, আজ সকালে আকুর বাড়িতে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তার এক মেয়ে আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরপরই তাকে নিয়ে পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ককটেল বিস্ফোরণের এক শিশু আহত হয়েছে। ঘটনার পর থেকে বাড়ির সদস্যরা পলাতক। তদন্ত করে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।