আওয়ামী লীগে মনোনীত নাটোর- ৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নান্দনিক, মানবিক ও স্মার্ট সিংড়া বাস্তবায়নে উপজেলার ৫ লক্ষ জনগোষ্ঠীর জন্য নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১১ টায় তার নিজ বাসভবনে ২৫ পৃষ্ঠার নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো. জান্নাতুল ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ইশতেহারে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন, মেডিক্যাল কলেজ স্থাপন, হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতকরণ, নার্সিং ইনস্টিটিউট স্থাপন, মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র স্থাপন, বিসিক শিল্প নগরী স্থাপন, শিশু পার্ক নির্মাণ, নলেজ পার্ক নির্মাণ, হরিজন সম্প্রদায়ের আবাসস্থল নির্মাণ, চলনবিল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন, সিংড়া-তাড়াশ এক্সপ্রেস ওয়ে সড়ক নির্মাণ এবং সিংড়া উপজেলাকে ২টি উপজেলায় গঠনসহ নানা পরিকল্পনা তুলে ধরা হয়।