সারা বাংলা

দুই দিন বন্ধ থাকবে ঢালারচর ও বেনাপোল এক্সপ্রেস

অনিবার্য কারণবশত ৬-৭ জানুয়ারি ঢালারচর ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের ফেসবুক পেইজে এক পোস্টে বিষয়টি জানানো হয়।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার নিজেই পেইজটি পরিচালনা করেন। ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে পাবনার ঢালারচর রুটে চলাচল করে। আর বেনাপোল এক্সপ্রেস চলে ঢাকা-বেনাপোল রুটে।

উল্লেখ্য, শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে রাতে ঢালারচর ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধের বিষয়টি জানানো হয়।