সারা বাংলা

বান্দরবানের ১২ কেন্দ্রে ভোটের সরঞ্জাম গেলো হেলিকপ্টারে

বান্দরবানের চার উপজেলার দুর্গম ১২টি কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন।

তিনি বলেন, রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলার ১২টি ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা অনুযায়ী ব্যালট পেপার, ব্যবহৃত স্বচ্ছ ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম পাঠা‌নো হয়েছে।

কেন্দ্রগুলো হলো- থানচির দলিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু গ্রুপিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারীপাড়া বেস প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমার নুন থিয়ার হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকনিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিংলকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোয়াংছড়ির রোনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলীকদমের কমচঙ ইয়ংছা মাওরুমপাড়া সরকারি প্রাথমিক।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বান্দরবান জেলায় মোট ভোটার ২ লাখ ৮৮ হাজার ২৯ জন। এর মধ্যে, মহিলা ভোটার ১ লাখ ৩৯ হাজার ৪৪৬ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৫৮৩ জন। ভোট কেন্দ্র ১৮২টি। এর মধ্যে, ৫১টি সাধারণ ও ১৫১টি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে ৫০ প্লাটুন বিজিবি সদস্য। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্বাচনের মাঠে থাকবে সেনা সদস্যরাও। এছাড়া, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ১৪০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে।