সারা বাংলা

ময়মনসিংহে প্রাইভেটকারে দুর্বৃত্তদের আগুন

বিএনপির ডাকা সারা দেশের হরতালের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের আগের দিন ময়মনসিংহ নগরীতে প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। 

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর নৌমহল গরুখোয়ার মোড় এলাকায় আগুন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু জাফর আহম্মেদ। 

আগামীকাল রোববার (৭ জানুয়ারি) সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। তারা বর্জনের ডাক দিয়েছে। তাদের ডাকে শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল চলছে। 

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু জাফর আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, তা জানা যায়নি।

এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন বলেন, এ ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।