সারা বাংলা

শম্ভুকে উড়িয়ে দিলো টুকু, নাদিরার দাপুটে জয়

বরগুনা-১ আসনে ৬১ হাজার ৭৪২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান পেয়েছেন ৫৭ হাজার ৮৭৪ ভোট।

অন্যদিকে নৌকা প্রতীকের প্রার্থী, পাঁচবারের সাবেক এমপি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৫৪ হাজার ১৬৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। 

বরগুনা-২ সংসদীয় আসনের নৌকা মার্কার প্রার্থী সুলতানা নাদিরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

এ আসনে ১ লাখ ৪৮ হাজার ৩২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী সুলতানা নাদিরা, তার নিকটতম বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী ড. আব্দুর রহমান পেয়েছেন ১৯৫১ ভোট।

বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শতভাগ সুষ্ঠু ভোট হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছেন। কোথায় কোনও বিচ্ছিন্ন ঘটনাও ঘটেনি।