সারা বাংলা

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। টানা ৫ দিন ধরে দেখা নেই সূর্যের। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরে। ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীতে কাবু পুরো জনপদ।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে, গতকাল একই সময়ে এখানে তাপমাত্রা ছিলো ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

হাড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন। শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্‌ বলেন, তেঁতুলিয়ার আকাশের উপরিভাগে মেঘ ও ঘন কুয়াশা থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে আসছে না। ফলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরও দুইদিন আবহাওয়া একই রকম থাকতে পারে।