সারা বাংলা

চট্টগ্রামে বিমান থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। 

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ জানুয়ারি) সকালে বিমানের বিজি-৫১২ নাম্বার ফ্লাইট থেকে এই বিপুল স্বর্ণ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বিমানবন্দর শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ এর সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক গোয়েন্দারা আগে থেকেই শারজাহ থেকে আসা যাত্রীদের নজরদারীতে রাখে। ফ্লাইট থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর গোয়েন্দাদের একটি দল সকাল ৯টার দিকে বিমানের বিজি ১৫২ ফ্লাইটে তল্লাশি চালায়। এ সময় বিমানের একটি আসনের নিচে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা। 

এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তারা।