সারা বাংলা

বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ মাদক সম্রাট গ্রেপ্তার

জয়পুরহাটে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ১১৬ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট মনির হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মধ্যে রাতে পাঁচবিবি উপজেলার ছোটমানিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, গ্রেপ্তারকৃত মনির পাঁচবিবি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে তার বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তার নিজ শয়নকক্ষে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র ও গরুর গোহাল ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।