যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তৌফিক হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা কাটাখাল জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
তৌফিক ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর এলাকার শাহাদাত হোসেনের ছেলে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, কে বা কারা ওই যুবককে হত্যা করেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।