সাভারের আশুলিয়ায় গভীর রাতে জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় আব্দুল মান্নান মোল্লার মালিকানাধীন ডুপ্লেক্স বাড়িতে ডাকাতি করা হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, গভীর রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, তখন জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে ৬-৮ সদস্যের ডাকাত দল। তাদের হাতে পিস্তল, চাপাতিসহ দেশীয় অস্ত্র ছিল। অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির মালিককে গামছা দিয়ে বেঁধে ফেলে ডাকাতরা। পরে ঘরে থাকা সমস্ত টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
বাড়ির মালিক আব্দুল মান্নান মোল্লা বলেন, ‘আমরা দুই তলা ভবনের দ্বিতীয় তলায় বসবাস করি। নিচতলার জানালার গ্রিল কেটে ডাকাতরা ঘরে প্রবেশ করে। এ সময় শব্দ হলে আমি নিচে নেমে আসি। নিচতলায় আসামাত্র তিন থেকে চার জন আমাকে ধরে বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে। আমার মেয়ের স্বামী জমি বিক্রির ১৮ লাখ টাকা দিয়েছিল ব্যাংকে রাখার জন্য, ভাতিজা দিয়েছিল সাড়ে ৯ লাখ টাকা। সেই সব টাকাসহ মোট ২৮ থেকে ২৯ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণ ডাকাতরা নিয়ে গেছে।’
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত বলেন, ‘আমরা আশপাশের বেশ কিছু ভবনের সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি। এখনও আশানুরুপ কিছু পাইনি। হয়ত ডাকাতরা বাড়ির পেছন দিয়ে এসেছে। তদন্ত চলছে।’