সারা বাংলা

গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ৪ দোকান

গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪টি দোকান। এতে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (২২ জানুয়ারি) ভোর রাতে মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা বাজারে এই অগ্নিকান্ড হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলু বলেন, ভোর রাতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে ওই বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন ছড়িয়ে পড়লে ওই বাজারের নিরাঞ্জন মল্লিকের ওষুধের দোকান, এনায়েত হোসেনের ওষুধের দোকান, লাবু মোল্যার মুদি দোকান এবং স্বপন সরকারের সেলুনের দোকান পুড়ে ছাই হয়েছে৷ পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানয়ীদের সহায়তায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷’

ক্ষতিগ্রস্ত দোকানদার নিরাঞ্জন মল্লিক বলেন, ‘রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। এরপর গভীর রাতে শুনি আমার দোকানে আগুন লেগেছে। দোকানে আসতে আসতে সব শেষ। দোকান থেকে ১ টাকার মালও বের করতে পারিনি।’

ক্ষতিগ্রস্ত মুদি দোকানদার লাবু মোল্যা বলেন, ‘এ আগুনে আমি নিঃস্ব হয়ে গেলাম। এ আগুনে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সরকারের কাছে সাহায্যের অনুরোধ করছি।’