সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় জনিক সরকার নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার চামরদানি ইউনিয়নের মোকসেদপুর গ্রামে হাওরের একটি গাছের ডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জনিক সরকার মধ্যনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের রতন সরকারের ছেলে।
স্থানীয়দের সুত্রে জানা যায়, জনিক সরকার মানসিক রোগী ছিলেন। রোববার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ হয়ে যান। এলাকা জুড়ে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার বিকালে মোকসেদপুর গ্রামের হাওরের পাশের একটি হিজল গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন। তিনি বলেন, যুবকের মরদেহটির গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আমরা সাধারণভাবে ময়নাতদন্তের পর সঠিকটা বলতে পারি এটা আত্মহত্যা কিনা অন্য কিছু। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।