মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার একাংশ দৃশ্যমান হয়েছে। উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ক্রেন দিয়ে ফেরিটি টেনে তোলার চেষ্টা চলছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পাটুরিয়া ঘাটের অদূরে সাত দিন যাবৎ পদ্মায় ডুবে থাকা রজনীগন্ধা ফেরির একাংশ ওপরে টেনে তোলা হয়েছে এবং আরও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। ফেরি দুর্ঘটনাস্থলে প্রায় ৫০ ফুট গভীরতায় রয়েছে। এ কয়দিনে অত্যধিক পলি জমে ফেরির ওজন কয়েক গুণ ভারি হয়েছে।উদ্ধারকারী জাহাজ 'রুস্তম' ও 'হামজা'র ওজন তোলার ক্ষমতা ৮০ টন। অপর জাহাজ প্রত্যয়ের ক্ষমতা রয়েছে ২৫০ টন। এ তিন জাহাজের সমন্বয়ে নিমজ্জিত ফেরি টেনে তোলার জন্য কৌশলগত দিক নির্ণয় ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।