সারা বাংলা

বাগেরহাট সরকারি পিসি কলেজের ছাত্র সংসদ বাতিল

বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের ছাত্র সংসদের কার্যকারিতা বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম স্বাক্ষরিত আদেশে ছাত্র সংসদ বাতিল করা হয়।

ওই আদেশে বলা হয়, একাডেমিক কাউন্সিলের ৬৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০১২-১৩ বর্ষে গঠিত ছাত্র সংসদ গঠনতন্ত্রের ধারা-১৩ অনুযায়ী বাতিল করা হয়েছে। 

২০১২-১৩ সালে সর্বশেষ সরকারি পিসি কলেজের ছাত্র সংসদ গঠিত হয়। ওই সংসদে সরদার ইয়াছির আরাফাত নোমান ভিপি নির্বাচিত হন। সেই থেকে দীর্ঘদিন ধরে তিনি ভিপি হিসেবে রয়েছেন। মূলত ভিপির অনিয়ম ও স্বেচ্ছাচারিতার ফলে এই সংসদ ভেঙে দেওয়া হয়েছে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা।

অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র সংসদ বাতিল করা হয়েছে।