সারা বাংলা

কক্সবাজারে বৃষ্টির আভাস 

কক্সবাজারে বৃহস্পতিবার ও আগামী শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (২৪ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বুধবার দুপুর পর্যন্ত কক্সবাজারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার তুলনায় ঠান্ডার তীব্রতা অনেক বেশি। বৃহস্পতিবার ও শুক্রবারে হালকা বৃষ্টি হতে পারে। যার কারণে আকাশ মেঘলা রয়েছে। তবে, কুতুবদিয়ায় হালকা বৃষ্টি হয়েছে বলে শোনা যাচ্ছে। এরকম অবস্থা আরও ক‌য়েক‌দিন চল‌তে পা‌রে।

এদিকে, হি‌মেল হাওয়া আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হ‌য়ে প‌ড়ে‌ছে পর্যটন শহর কক্সবাজারের জনজীবন। ঘন কুয়াশা উপেক্ষা ক‌রে জী‌বিকার তা‌গি‌দে কাজে যেতে বাধ্য হ‌চ্ছেন খে‌টে খাওয়া মানুষ। গত কয়েকদিন ধ‌রে কক্সবাজারে দুপুরেও সূর্যের আলোর দেখা মিলছে না। আজ বুধবার বিকেল পর্যন্ত আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। 

টেকনাফের বাহারছড়ার ৫৫ বছর বয়সী সাব্বির আহমদ ব‌লেন, ‘রাত ও দিনে প্রচুর ঠান্ডা অনুভব করছি।’

কক্সবাজার সদর উপজেলার বৈদ্যঘোনা এলাকার মোহাম্মদ ছিদ্দিক বলেন, ‘রাতে ও সকালে কুয়াশায় ঢেকে যায় রাস্তাঘাট। দুপুরেও সূ‌র্যের আলোর দেখা মিলছে না।’