সারা বাংলা

দ্বিতীয় মাস্টার বরখাস্ত, উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৯টি যানবাহন নিয়ে ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার ঘটনায় ফেরির দ্বিতীয় মাস্টার আঞ্জুমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ফেরি উদ্ধার অভিযান আনুষ্ঠানিভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১২ টার দিকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মতিউর রহমান উদ্ধার হওয়া ফেরি রজনীগন্ধার পরিদর্শন শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বলেন, উদ্ধারকৃত ফেরি রজনীগন্ধার খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। ফেরিকে নারায়ণগঞ্জের ডক ইয়ার্ডে নেওয়া হবে। আশা করছি ফেরিটি নিজেই যেতে পারবে, তবে যদি না পারে তাহলে অন্য কোনো নৌযান দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে। আনুষ্ঠানিকভাবে আজকে উদ্ধার কার্যক্রম সমাপ্ত করা হলো। ফেরিডুবির ঘটনায় দুইদিন আগেই ফেরির দ্বিতীয় মাস্টার আঞ্জুমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া কি কারণে ফেরিটি ডুবেছে, সেটি সুনির্দিষ্টভাবে জানা যাবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে।

পদ্মার ৫০ ফুট পানির নিচে নিমজ্জিত ফেরিটি উদ্ধারে সক্ষম হয়েছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। অষ্টম দিনের উদ্ধার অভিযানে ডুবে যাওয়া ৯টি যানবাহনও উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধাকে পানির উপরিভাগ থেকে সোজা করে টেনে পাটুরিয়া ফেরিঘাটে নদীর তীরে ভিড়ানো হয়েছে।

নৌ বাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরান বলেন, নৌ বাহিনী, ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সদস্যরা যৌথভাবে কাজ করে প্রায় ৫০ ফুট পানির নিচে থাকা ফেরিটি উঠিয়ে ভাসমান অবস্থায় ইয়ার লিফটিং ব্যাগ এবং ওয়্যার রোপ (শক্তিশালী তামার তার) দিয়ে ধরে রাখা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ফেরিটি সোজা করে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের মাধ্যমে টেনে পাটুরিয়া ঘাটে ভেড়ানো হয়। এখন সেখানেই ফেরিটি নোঙর করে রাখা হয়েছে।

প্রসঙ্গ, গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১২টার পর রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। ফেরিটিতে ৯টি মালবাহী যানবাহন ছিলো। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে আটকা পড়ে ফেরিটি। পরের দিন বুধবার(১৭ জানুয়ারি) সকাল আটটার দিকে ফেরিটি ডুবে যায়। এ সময় ফেরিতে থাকা ট্রাকচালক, সহকারী ও ফেরির স্টাফসহ ২১ জন ব্যক্তির মধ্যে ২০ জনকে স্থানীয় মানুষজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা জীবিত উদ্ধার করে।