নদীবেষ্টিত কুড়িগ্রাম জেলায় ঘন-কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনপদ। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার (২৬ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
কুড়িগ্রামের কৃষি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র জানান, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
কুড়িগ্রাম সদর উপজেলার নালিয়ার দোলা এলাকার কৃষক আব্দুল মমিন জানান, বোরো মৌসুম শুরু হলেও জমিতে নামা কঠিন হয়ে পড়েছে। তারপরও রোয়া লাগানো শুরু করেছেন।
কুড়িগ্রাম সদর উপজেলার পাওয়ার হাউজপাড়ার আমেনা বেগম জানান, ঠান্ডায় খুব কষ্টে আছেন। কিন্তু এখন পর্যন্ত কোন কম্বল পাননি।
কুড়িগ্রাম জেলা প্রশাসন অফিস সূত্র জানায়, শীতের শুরু থেকে এ পর্যন্ত জেলার ৯ উপজেলায় সরকারিভাবে ৭০ হাজারেরও বেশি কম্বল বিতরণ করা হয়েছে।