বগুড়ায় এনআরবিসি ব্যাংকের সিন্দুক ভেঙে ৯ লাখ টাকা চুরির ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক রাশেদুল ইসলাম সদর থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে বগুড়া সদর উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গল এনআরবিসি ব্যাংকের উপ-শাখার সিন্দুক ভেঙে ৯ লক্ষাধিক চুরি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভোরের দিকে বিষয়টি জানাজানি হয়। এরপর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, মামলায় একাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে।