সারা বাংলা

বরগুনায় ১ লাখ ৬০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

বরগুনায় ১ লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে শহরের বাজার সড়ক এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

মৎস্য বিভাগ জানায়, শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সাতটি দোকান ও গোডাউনে অভিযান চালায় মৎস্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। এসময় আব্দুর বর নামের এক ব্যবসায়ীর গোডাউন থেকে জব্দ করা হয় ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল। আর মামুন নামের অপর এক ব্যবসায়ীর দোকান থেকে জব্দ করা হয় ৪০ হাজার মিটার কারেন্ট জাল। 

পরে ভ্রাম্যমাণ আদালত রবকে কারেন্ট জাল পরিবহন ও মজুদের দায়ে ১ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেন। আর মামুনকে কারেন্ট জাল বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে নষ্ট করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, অবৈধ জালের বিপুল পরিমাণ মজুদ জব্দ করতে সক্ষম হওয়ায় আরও বৃদ্ধি পাবে মাছের উৎপাদন। সমৃদ্ধ হবে দেশের মৎস্য সম্পদ।