সারা বাংলা

কলেজশিক্ষক হত্যার ঘটনায় ভাই-ভাতিজার বিরুদ্ধে মামলা

গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে কলেজশিক্ষক রেজা সাঈদ আল মামুন (৫৫) হত্যার ঘটনায় তার দুই ভাই-ভাতিজার বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে নিহতের স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন- নিহতের বড় ভাই মোহাম্মদ আলী, ছোট ভাই মজিবুর রহমান ও তার দুই সন্তান সুমন এবং সেজান। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

নিহত রেজা সাঈদ আল মামুন উপজেলার সাজনধারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।

এর আগে, গতকাল বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে তাকে বেধড়ক পেটান ছোট ভাই মজিবুর ও তার পরিবারের সদস্যরা। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম বলেন, কলেজশিক্ষক হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।