সারা বাংলা

‘গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরে না আসা পর্যন্ত রাজপথে থাকবো’

কক্সবাজারে কালো পতাকা মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল করে বিএনপি।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎসজীবী বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। 

কালো পতাকা মিছিলে কক্সবাজার পৌর, সদর, রামু উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী যোগ দেন। মিছিলটি কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও অনুষ্ঠিত হয়।

এ সংসদকে অবৈধ দাবি করে সমাবেশে সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, আজকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। এর প্রতিবাদে আমরা কালো পতাকা মিছিল করেছি। সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকায় হবে বড় কর্মসূচি। যতদিন পর্যন্ত গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার না আসবে ততদিন আমরা রাজপথে থাকবো।

এ সময় কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাবুদ, রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়নসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।