সারা বাংলা

সাবেক সংসদ সদস্য আবুল হাসেম খান আর নেই

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের  সাবেক সংসদ সদস্য আবুল হাসেম খান (৬৮) মারা গেছেন। বুধবার (৩১ জানুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রূপম মজুমদার ও আবুল হাসেম খানের মেয়ে নাজিয়া হাসেম তানজি রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছন।

রূপম মজুমদার বলেন, বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে ও বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা আদালত প্রাঙ্গণ, দুপুর ১২টায় ব্রাহ্মণপাড়া সদর, বাদ জোহর বুড়িচং সদর এবং বাদ আসর তার গ্রামের বাড়ির গিলাতলায় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী এম এ জাহেরের কাছে হেরে যান। নির্বাচনের  সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

এর আগে, ২০২১ সালের ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী ও আসনটির সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুর পরে উপ-নির্বাচনে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন।