সারা বাংলা

সাভার ও ধামরাইয়ে অবৈধ ৭ ইটভাটাকে ৪৫ লাখ টাকা জরিমানা

রাজধানীর সাভার ও ধামরাই উপজেলার সাতটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের ছাড়পত্র না থাকায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

এসময় আর্থিক জরিমানাসহ ইটভাটাগুলোর আংশিক ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় এবং প্রধান কার্যালয়ের মনিটরিং আ্যন্ড এনফোর্সমেন্ট উইং যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, বুধবার পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে সাভার ও ধামরাইয়ের তিনটি এলাকার ৭টি ইটভাটায় অভিযান চালানো হয়।

এসময় পরিবেশ অধিদপ্তরের এবং জেলা প্রশাসকের ছাড়পত্র নেই, অবৈধভাবে ইটভাটায় মাটি ব্যবহারসহ নানা অপরাধে ৭টি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। ইটভাটাগুলোর মধ্যে সাভার উপজেলার আশুলিয়ার রাঙামাটি এলাকার পল্লী ব্রিকসকে ৭ লাখ, এইচ এম বি ব্রিকসকে ৬ লাখ, ধামরাই উপজেলার ভাড়ারিয়ার এন এ এম ব্রিকসকে ১০ লাখ, এইচ এম বি ও পি এইচ বি ব্রিকস উভয়কে ৬ লাখ করে ১২ লাখ, ইমন ও ফোর স্টার ব্রিকস দুটিকে ৫ লাখ করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এস্কেভেটর (মাটি খনন যন্ত্র) দিয়ে ইটভাটাগুলোর আংশিক ভেঙে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক প্রতীক ইসলাম। অভিযানে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকীব, সহকারী পরিচালক মো. মোজাফফর খান ও উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুসারে সাভার ও ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা সাতটি ইটভাটাকে মোট ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইটভাটাগুলোর আংশিক ভেঙে দেওয়া হয়েছে।