সারা বাংলা

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা শুনল নতুন প্রজন্ম

টাঙ্গাইলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শিক্ষার্থীদের শোনানো হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শাহ আলম, প্রকল্প পরিচালক (উপসচিব) মো. নুরুল আমিন, বাংলাদেশ পরিকল্পনা কমিশন সাধারণ অর্থনীতি বিভাগের উপ-প্রধান (উপসচিব) মো. মাকছুদুল ইসলাম সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী প্রমুখ। এতে কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয়, বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল, বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ, শিবনাথ উচ্চ বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশ নেন।