পঞ্চগড়ে দুইদিন ধরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। কমতে শুরু করেছে শীতের দাপটও। দ্রুতই দেখা মিলছে সূর্যের।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গতকাল একই সময়ে এখানে একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে চলছে। দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধানও বেড়েছে। শীত কমতে শুরু করলেও পুরোপুরি কমেনি।