সারা বাংলা

সাজেকে আগুন: রিসোর্ট-বসতঘর পুড়ে ছাই

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের কংলাক পাহাড়ে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেঘছোঁয়া রিসোর্টে আগুন লাগে। পরে মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি রিসোর্ট ও একটি বসতঘর পুড়ে গেছে।

সাজেকের কুড়েঘর রিসোর্টের ম্যানেজার জোতেন ত্রিপুরা বলেন, গভীর রাতে লাগা আগুন দুটি রিসোর্ট ও বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ বলেন, গভীর রাতের আগুনে দুটি রিসোর্ট পুড়ে গেছে। তবে, রিসোর্টে তখন কোনো পর্যটক ছিলেন না। কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।