সারা বাংলা

প্রধানমন্ত্রীর সহায়তায় এলাকার উন্নয়ন করতে চাই: মোস্তফা আলম নান্নু

নানা কারণে আমার সংসদীয় এলাকার নাম ও দুর্নাম রয়েছে, এটি একটি দুর্গম এলাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি এলাকায় কাজ করেছি এবং চিকিৎসক হিসেবে মানুষের সেবা করেছি। সেই কারণেই সাধারণ মানুষ ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বগুড়া-৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. মোস্তফা আলম নান্নু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমার আশা ও আকাঙ্ক্ষা এলাকার মানুষের সেবা করা। আমার এলাকাটি এখনো অনুন্নত। রাস্তা-ঘাট, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন উন্নয়নে ঘাটতি রয়েছে। আমি আশা করি যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় এলাকার উন্নয়ন করতে পারবো।

এর আগে, বিকেলে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. মোস্তফা আলম নান্নু।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।