ময়মনসিংহের ভালুকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার উথুরা-সাগরদিঘী সড়কে উত্তরা বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার হাতিবেড় গ্রামের মইজুদ্দিনের স্ত্রী আসমা আক্তার (৩৫), মোশারফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)। তারা দুজনেই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
আহতরা হলেন, একই এলাকার অটোরিকশাচালক জুলহাস মিয়া (৩২), গার্মেন্টসকর্মী ইমান আলীর স্ত্রী মোছা. অজুফা খাতুন (২৮) ও শাকিম উদ্দিনের স্ত্রী মুর্শিদা খাতুন (৩৩)।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকালে একটি মুরগি বহনকারী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন নিহত ও তিন জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।