সারা বাংলা

রেললাইনের পাশে পড়েছিল যুবকের মরদেহ

নরসিংদীর পলাশে রেললাইনের পাশ থেকে সুমন সাহা (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের বরাব এলাকার রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখের আনসার ভিডিপি সদস্যরা।

সুমন সাহা জিনারদীর রাবান গ্রামের ভালুকা পাড়া এলাকার নেপাল চন্দ্র সাহার ছেলে। তিনি বরাব আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা জানান, সুমন দিনমজুর হিসেবে কাজ করতেন। ভোরে কাজের সন্ধানে বাসা থেকে বের হন। রেললাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ভিডিপির সদস্যরা বরাব রেললাইনের পাশে তার পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন সকাল ৭টার দিকে বরাব এলাকা পার হয়েছে। সেই ইঞ্জিনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে সুমনের মৃত্যু হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন বলেন, নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আছে। তারা সুমনের মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যাবে।